ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তুরস্ক যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
তুরস্ক যাচ্ছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তুরস্কে যাচ্ছেন। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে তিনি তুরস্কে চলমান ১৭টি দেশের অংশগ্রহণে মাল্টি ন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস-২০১৯’র চূড়ান্ত মহড়া পরিদর্শন করবেন।

এছাড়া মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। সফর শেষে সেনাপ্রধান আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।