ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি বর্ণ মিছিল, ছবি: বাংলানিউজ

বরিশাল: ইংরেজি বা আঞ্চলিক ঢঙে প্রমিত বাংলা উচ্চারণে, কথা বলার সময় বাংলা শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দি-আঞ্চলিক শব্দ ব্যবহারে এবং বানান বিকৃতি করার মাধ্যমে বাংলা ভাষা বিকৃতি হচ্ছে। তাই ‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’ এ স্লোগানে বরিশালে বর্ণ মিছিলের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দি অডেশাস্ (দু:সাহসী)’।

রোববার (১৭ ফেব্রুয়ারি) এ কে ইনস্টিটিউশন থেকে এ মিছিল শুরু হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে মিছিলের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন।

দি অডেশাস্ এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাংলা ভাষা নিয়ে কাজ করা সংগঠন অভাজন সভাপতি প্রকৌশলী দেলায়ার হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাজ্জাদ নয়ন, সংগঠনের সহ সভাপতি মো. রুম্মান, প্রতিষ্ঠাতা দুজর্য় সিংহ জয় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির কারণে ভবিষ্যতের প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ মেশাবে তাদের বাংলায়। তাই শুদ্ধ বাংলা শিখতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।