ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উপ-নির্বাচনে মেয়র প্রার্থীর সমর্থকের ওপর হামলা, আহত ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
উপ-নির্বাচনে মেয়র প্রার্থীর সমর্থকের ওপর হামলা, আহত ৫  হামলায় আহত কয়েকজন। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়র প্রার্থীর মা ও স্ত্রীসহ পাঁচ জন আহত হয়েছেন। 

রোববার (১৭ ফেব্রুয়ারি ) বিকেলে ওই উপজেলার পৌরসভাধীন চাঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা রাশিদা বেগম, স্ত্রী শাহিনুর বেগম, ভাই মোস্তাক আহমেদ লাভলু ও  রবিউল ইসলামসহ ৫ জন।

মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর দাবি, নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফের সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।  

জানা যায়, রোববার বিকেলে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জন গণসংযোগে বের হয়। বিকেলে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌঁছালে এক দল যুবক তাদের ওপর হামলা করে। এসময় তারা মেয়র প্রার্থী বিজুর মা ও স্ত্রীর ওপর বেধরক লাঠিচার্জ করে। এতে বিজুর মা, স্ত্রী, মোস্তাক আহমেদ ও রবিউল ইসলামসহ মোট পাঁচ জন আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির এ পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।