ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত একই এলাকার জসিম মিয়ার ছেলে।

সে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার সবুজ মিয়া (১৯), ওয়াছির মিয়া (১১), ও কাওছার মিয়া (১২)।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা অবস্থায় বৃষ্টি শুরু হলে ব্রজপাতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। এসময় আহত ওই তিনজন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।