ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দিনে দুপুরে বাসায় চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
বরিশালে দিনে দুপুরে বাসায় চুরি

বরিশাল: বরিশাল নগরীর এক ফ্ল্যাট বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর প্যারারা রোডের আকবর মিয়ার ভবনে এ ঘটনা ঘটে।  

ওই ফ্ল্যাট বাড়ির বাসিন্দা অ্যাডভোকেট রঞ্জন সাহা জানান, কাজের তাগিদে তিনি এবং তার স্ত্রী সকালে বাসা থেকে বের হন ।

পরে দুপুর পৌনে ১২টার দিকে তার স্ত্রী ঘরে এসে দরজার তালা ভাঙা পান।

তিনি জানান, তার ঘর থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা, টাইটান কোম্পানির ছ’টি ঘড়ি, ১০ ভরি স্বর্ণ ও একটি দামি মোবাইল চুরি করা হয়েছে।  

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

এদিকে চুরির পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/এবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।