ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা না দেওয়ায় রাজস্থলীতে ৩ জনকে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
চাঁদা না দেওয়ায় রাজস্থলীতে ৩ জনকে পিটিয়ে জখম

রাঙামাটি: চাঁদা না দেওয়ায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় তিনজনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার গাইন্দা ইউনিয়নের লংগদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাব-ঠিকাদার হারুন (৪৩), শ্রমিক রমিজ উদ্দীন (২৫) ও আক্কাস আলী (১৭)।

পুলিশ জানায়, লংগদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের চাঁদা না পেয়ে কয়েকদিন ধরে একদল মুখোশধারী সন্ত্রাসী কাজ বন্ধ রাখতে হুমকি দিচ্ছিলো। ঠিকাদার কাজ বন্ধ না রাখায় বুধবার বিকেলে লংগদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসীরা এসে সাব-ঠিকাদারসহ  দু’জন শ্রমিককে পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. নাজিম উদ্দীন বাংলানিউজকে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান বাংলানিউজকে জানান, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এবি/এনটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।