ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের মামলায় দিনমজুর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের মামলায় দিনমজুর গ্রেফতার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় রনি মোল্লা (২১) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুজনকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতার রনি মোল্লা পূর্ব সুজনকাঠি গ্রামের লিটু মোল্লার ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গত সোমবার ( ১৮ নভেম্বর) দুপুরে ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে রনি।  

ধর্ষণের সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যান তিনি।  

এ ঘটনায় বুধবার বিকেলে শিশুটিরর বাবা বাদী হয়ে রনি মোল্লাকে আসামি করে থানায় মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯

এমএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।