ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
বরিশালে পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

বুধবার (২০ নভেম্বর) দিনগত রাতে জাটকাগুলো জব্দ করা হয়।

সূত্র জানায়, বুধবার দিনগত রাতে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্টগার্ড বরিশাল স্টেশানের পেটি অফিসার মো. জামালের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে কয়েকটি নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়।

অপরদিকে, রাতেই নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়।

জব্দ হওয়া জাটকাগুলো রাতেই নগরের বিভিন্ন এতিখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।