ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা মুঞ্জুর সরদার (৫০) এবং দুর্ঘটনাকবলিত ভ্যানটির চালক মান্নান সিকদার (৪৫)।

মান্নানের বাড়ি নড়াইল জেলায়।  

আহত হয়েছেন নিহত মুঞ্জুরের ছেলে হৃদয় সরদার (২২)। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে যাত্রীবাহী একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন এক যুবক। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।