ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় হিজড়া সরদার কাজলীর রহস্যজনক মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আশুলিয়ায় হিজড়া সরদার কাজলীর রহস্যজনক মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী নামে (৪৫) তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক  সরদারের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া পুকুরপাড় এলাকার নিজ বাড়িতে আগুনে পোড়া মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

কাজলী আশুলিয়া এলাকার হিজড়াদের সরদার।

তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।   

পুলিশ জানায়, আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজের তিন তলা বাড়িতে একাই বসবাস করতেন কাজলী। সকালে তিনতলা বাড়ির নিচ তলায় আগুনে পোড়া তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা পুলিশের সাভার সার্কেলের এ্যাডিশনাল এসপি সাইদুর রহমান বলেন, আমরা বিষয়টির তদন্ত করছি। মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।