ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈকতের কিটকট বিনামূল্যে ব্যবহার নিশ্চিত করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
সৈকতের কিটকট বিনামূল্যে ব্যবহার নিশ্চিত করার সুপারিশ

ঢাকা: কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকটগুলো (ছাতা সংবলিত চেয়ার) পর্যটকদের বিনামূল্যে ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রোববার (২৪ নভেম্বর) জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন। 

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয়গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপত্য  অধিদপ্তর ও হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পসমুহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় চট্টগ্রামে ডিসি হিল পার্কের সংস্কার, কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকটগুলো পর্যটকদের বিনামূল্যে ব্যবহার নিশ্চিতকরণ এবং কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্টহাউজগুলো এসটিপির আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গৃহীত প্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।