ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
দাগনভূঞায় বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

ফেনী: ‘অ্যান্টিবায়োটিক সফলতার, আপনি-আমি অংশীদার’ প্রতিপাদ্যে ফেনীর দাগনভূঞায় পালিত হয়েছে ‘বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৯’।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলায় বিশেষ এক র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাইনুল হোসেন, শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন, উপজেলা কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডা. ফখরুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইফুল আলম, মেডিক্যাল অফিসার সাইফুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. নুরুল আফসার মামুন, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সংবাদকর্মী কাজী ইফতেখার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রিয়াজুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।