ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাজরীনে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
তাজরীনে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৭ বছর পূর্তিতে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির আয়োজনে সংগঠনটির ইউনিক অফিসে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় শিক্ষক আল আমিনসহ ১৬ জন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী কোরআন খতমে অংশ নেন।

পরে তাজরীন দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জাহিদুর রহমান জীবন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সোহেল রানা, তাজরীনের আহত ও সাধারণ শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।