ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি আটক আটক মাদককারবারি জাহাঙ্গীর আলম।

বগুড়া: বগুড়ায় গাঁজাসহ জাহাঙ্গীর আলম (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৪ নভেম্বর) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকালে বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের ভান্ডারা গ্রামে অভিযান চালিয়ে মাদককারবারি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা, দুটি মোবাইলফোন, দুটি সিমকার্ড এবং মাদক বিক্রির টাকা পাওয়া যায়।

বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মো. রওশন আলী বাংলানিউজকে জানান, আটক জাহাঙ্গীর আলম বগুড়া গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামের আব্দুল হকের ছেলে। জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রি করে আসছিল। বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য মাদককারবারি জাহাঙ্গীরকে বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।