ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খিতিশ চন্দ্র (৬৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার খিতিশ চন্দ্র উপজেলার তাফালবাড়ি গ্রামের যাদব চন্দ্রের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বাংলানিউজকে বলেন, ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগে ভিত্তিতে খিতিশ চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।