ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক নেতাকে মারপিট, কারখানার মালিক আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আশুলিয়ায় শ্রমিক নেতাকে মারপিট, কারখানার মালিক আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে গিয়ে মারপিটের স্বীকার হয়েছে মিজানুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নেতা। এ অভিযোগে কারখানার মালিক বকুল ভূইয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) রাতে তাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আটক করা হয়৷

এর আগে, সন্ধ্যায় ছয়টার দিকে জামগড়ার হোয়াইট সোয়েটার লি. কারখানার সামনে এ মারপিটের ঘটনা ঘটে৷ পরে ভুক্তভোগী আশুলিয়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন৷

আটক বকুল ভূইয়া আশুলিয়া থানার জামগড়া এলাকার আবুল কাশেম ভূঈয়ার ছেলে। তিনি জামগড়ার হোয়াইট সোয়েটার লি. কারখানার মালিক।

ভুক্তভোগী মিজানুর রহমান একই এলাকার মতিয়ার রহমানের ছেলে। তিনি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির সভাপতি।  

আভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়ার জামগড়ায় অবস্থিত হোয়াইট সোয়েটার লি. নামে 
ওই পোশাক কারখানা থেকে তিন শ্রমিককে মারপিট করে বিনাকারণে বের করে দেওয়া হয়। এ বিষয়ে সন্ধ্যা ছয়টার দিকে সেই তিন শ্রমিককে সঙ্গে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যায় মিজানুর রহমান। এসময় হঠাৎ করে বকুল ভূইয়া, আলম ভূঈয়া ও রিপন তার উপর হামলা চালায়। পরে আহত মিজানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ভুক্তভোগী মিজান বাংলানিউজকে বলেন, এই কারখানা থেকে অযৌক্তিকভাবে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এর আগেও অনেক শ্রমিককে বিনাকারণে ছাঁটাই করেছে। আজ তিন জন শ্রমিক নিয়ে কারখানা মালিকে সঙ্গে কথা বলতে গেলে তারা আমার উপর হামলা চালায়। এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন বাংলানিউজকে বলেন,  খবর পেয়ে বকুল ভূইয়া নামে একজনকে আটক করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।