ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল ১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ভুখা মিছিল করেছেন শ্রমিকরা। 

সংগ্রাম পরিষদের ডাকা ছয়দিনের কর্মসূচির মধ্যে সোমবার (২৫ নভেম্বর) প্রথম দিন সকাল ১০টার দিকে শ্রমিকদের ভুখা মিছিলে ভারী হয়ে ওঠে খুলনা শিল্পাঞ্চলের আকাশ-বাতাস।

পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পাট শ্রমিকদের ভুখা মিছিল।  ছবি: বাংলানিউজ

সোমবার সকালে খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হন শ্রমিকরা। সেখানে গেট সভা শেষে শুরু হয় ভুখা মিছিল। খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব স্ব মিল গেটে শেষ হয় এ ভুখা মিছিল।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতা হুময়ন কবির খান, মুরাদ হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আ. মান্নান, কাউওসার আলী মৃধা, মো. হানিফসহ অন্য নেতারা।

বক্তারা ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরএম/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।