ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট-মোবাইল ফোন জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
শাহজালালে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট-মোবাইল ফোন জব্দ  বিমানবন্দরে জব্দকৃত বিদেশি সিগারেট ও মোবাইল ফোন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কুয়েত এয়ারওয়েজের পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। নজরদারি ও তল্লাশীর এক পর্যায়ে কুয়েত থেকে আগত একটি ফ্লাইটের পাঁচ যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে এসব যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

যাত্রীরা হলেন-দেলোয়ার হোসেন, মো. তানভীর আজাদ, ইকবাল মাহমুদ, বেলাল হোসেন চৌধুরী ও সাইদিল মিয়া। জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায়  ৬৫  লাখ টাকা।  

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।