ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অতিদরিদ্র ১৩ হাজার নারী-যুবার উন্নয়নে কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
অতিদরিদ্র ১৩ হাজার নারী-যুবার উন্নয়নে কাজ চলছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অতিদরিদ্র ১৩ হাজার নারী ও যুবাদের ক্ষমতায়নসহ তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে ‘কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’।

সোমবার (২৫ নভেম্বর) কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে ‘আর্থিক অন্তর্ভুক্তি এবং উন্নিতকরণের মাধ্যমে নারী ও যুবাদের ক্ষমতায়ন প্রকল্প’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।  

কর্মশালায় বক্তব্য রাখেন- বিআরডিবি-এর উপ-পরিচালক মিজানুর রহমান, মৎস্য বিভাগের উপ-পরিচালক কালিপদ রায়, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তার, কুড়িগ্রাম আরডিআরএস-এর প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহা প্রমুখ।

 

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্টেকহোল্ডার ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 
আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের উদ্যোগে এ প্রকল্পের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১৩ হাজার নারী ও যুবাদের অন্তর্ভুক্তিমূলক কাজে সম্পৃক্ত করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে বহুমুখী জীবিকায়ন, দুর্যোগ প্রস্ততি ও প্রশমনে সক্ষমতা বৃদ্ধি এবং নগদ অর্থ বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।