ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পেঁয়াজের দোকানসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
সিলেটে পেঁয়াজের দোকানসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট: অতিরিক্ত দাম রাখায় সিলেটে পেঁয়াজের দোকানসহ তিনটি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের কালীঘাট ও সুরমা মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেছে।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ অভিযানে নেতৃত্ব দেন।


 
তিনি বলেন, কালীঘাটে মেসার্স আব্দুল খালিক অ্যান্ড সন্সকে মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার ও কীটনাশক রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে রঞ্জিত বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা এবং সুরমা মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে আহার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকাসহ মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও মেসার্স আব্দুল খালিক অ্যান্ড সন্স থেকে মেয়াদ উত্তীর্ণ ১১ বস্তা মাছের খাবার ও কিছু কীটনাশক উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
 
অভিযানকালে ক্যাব সিলেটের সদস্য পাপিয়া রায় ও সিলেট মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফয়জুল্লাহ বলেন, বেশি দামে পণ্য বিক্রি বা কোনো অনিয়ম দেখা গেলে বা অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেলে কেউ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানালে সেখানে অভিযান পরিচালনা করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।