ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ট্রাক্টরচাপায় স্কুটি চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
হোসেনপুরে ট্রাক্টরচাপায় স্কুটি চালকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় রানা মিয়া (১৬) নামে এক স্কুটি চালকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রানা উপজেলার সাহেদল ইউনিয়নের বীরপাইকশা গ্রামের আবু তাহেরের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুটি চালিয়ে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল রানা। পথে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার নয়াপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর পেছন দিক থেকে স্কুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে রানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।