ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফোনে ডেকে সন্তানসহ মাকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ফোনে ডেকে সন্তানসহ মাকে অপহরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার তামকপট্টি এলাকায় এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে অপহরণের অভিযোগে মিনহাজ উদ্দিন মুন্না (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মুন্নাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২৪ নভেম্বর) দিনগত রাতে গৃহবধূর স্বামী সোহেল রানা জনি বাদী হয়ে অপহরণের মামলা দায়ের করেন।

পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মিনহাজ উদ্দিন মুন্না শহরের ৮৩ নং শাহ সূজা রোড এলাকার সালাউদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর মধ্যরাতে মিনহাজ উদ্দিন মুন্না ও তার সহযোগী বাদল চন্দ্র দাস মাহমুদা আক্তার আখিকে (২৮) ফোনে দেখা করতে বলে। স্বামীকে ঘুমে রেখে গৃহবধূ ও তার তিন বছরের শিশু সন্তানকে নিয়ে দেখা করতে গেলে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শহরের তামকপট্টি এলাকার গৃহবধূ ও তার সন্তানকে অপহরণ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মিনহাজ উদ্দিন মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমদের উদ্ধার ও অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।