ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেলওয়ের তদন্ত কমিটিও খুঁজে পেলো লাইনে ত্রুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
রেলওয়ের তদন্ত কমিটিও খুঁজে পেলো লাইনে ত্রুটি উল্লাপাড়ার ট্রেন দুর্ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় লাইনের ত্রুটি খুঁজে পেয়েছে পাকশী রেলওয়ের তদন্ত কমিটিও। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ের পরিবহন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে রেল লাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষে খুঁটিনাটি বিষয়াদি বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দু’টি সুপারিশও করা হয়েছে।  

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, দুর্ঘটনার দিন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। নির্ধারিত সময়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে প্রতিবেদনটি দাখিল করেছে কমিটি। প্রতিবেদনটি রেলমন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে এর ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময়  ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন ৫ জন। এদিকে এ ঘটনা তদন্তে রেল বিভাগ তিনটি ও জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে।      

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।