ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বশান্তি পরিষদের সভায় রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বিশ্বশান্তি পরিষদের সভায় রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বেগ

ঢাকা: রোহিঙ্গা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বশান্তি পরিষদ। এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে বলা হয়েছে, এটি এশিয়ার জন্য মানবিক সংকটের জন্ম দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত বিশ্বশান্তি পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সভা থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় বিশ্বশান্তি পরিষদের লাওস ঘোষণায় এ প্রসঙ্গে বলা হয়, ‘রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্বশান্তি পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশে অবস্থানরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশ এবং পুরো এশিয়ার জন্য এক বিরাট মানবিক সংকটের জন্ম দিয়েছে। এ সংকট নিরসনের জন্য দ্রুতই আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এগিয়ে আসতে হবে, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত মানবিক সাহায্য দেওয়া সম্ভব হয় এবং পূর্ণ নাগরিক অধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করা যায়। ’

বিশ্বশান্তি পরিষদের সভাপতি ব্রাজিলের সংসদ সদস্য সকরো গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক থানাসিস প্যাফিলিস, নির্বাহী সম্পাদক ইরাকলিস সাভডারিদিস, সম্পাদকমণ্ডলীর সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের শান্তি আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাসহ ১৮টি দেশের মোট ৩১ জন প্রতিনিধি সভায় যোগ দেন।  

সভায় বাংলাদেশ শান্তি পরিষদের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী যোগ দেন। তারা সভায় রোহিঙ্গা সমস্যা, সাম্প্রদায়িক পরিস্থিতি এবং এশিয়া অঞ্চলে সাম্রাজ্যবাদের বিভিন্ন তৎপরতা বিষয়ে সংগঠনের বক্তব্য  উপস্থাপন করেন। তারা রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সবার সমর্থন কামনা করেন। এতে বিভিন্ন দেশের বক্তারা রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ভূমিকার প্রশংসা করেন।  

এছাড়াও সভায় ফিলিস্তিন, সিরিয়া, বলিভিয়া, ভেনিজুয়েলার জনগণের ন্যায্য সংগ্রামের প্রতি সংহতি জানানো হয়। বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরীর ভিয়েনতিয়েন থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।