ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রীদের চিকিৎসাসেবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রীদের চিকিৎসাসেবা 

ফরিদপুর: ‘নির্মাণের কারিগর সুস্থ থাকুন জীবনভর’-এ প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণ শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।  

উপজেলার ৭০ জন রাজমিস্ত্রীকে চিকিৎসাসেবা দেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা গণেশ চন্দ্র সাহা।

এ সময় রক্তের চাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে কিং ব্রান্ড সিমেন্টের ফরিদপুর ডিভিশনাল সেলস ইনচার্জ সুমন চন্দ্র কর, ফরিদপুরের এরিয়া ম্যানেজার মুশফিকুর রহমানসহ কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার, রিটেইলার ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।