ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টিকাটুলিতে ৩৪৫ লিটার মদসহ আটক ২৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
টিকাটুলিতে ৩৪৫ লিটার মদসহ আটক ২৯

ঢাকা: রাজধানীর ওয়ারীর টিকাটুলি এলাকা থেকে ৩৪৫ লিটার দেশি চোলাই মদসহ ২৯ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৫ নভেম্বর) দুপুরে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার আলী রেজা রাব্বি ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ৩৪৫ লিটার দেশি চোলাই মদ, ৩৩ টি মোবাইল ও নগদ ৩২ হাজার ৯০০ টাকাসহ ২৯ জনকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে এরই মধ্যে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
জব্দ দেশি চোলায় মদ

আটকরা হলেন-  টুটুল (৩২), আদিল আহমেদ (৩১),  সেন্টু (৩৭),  ইব্রাহিম (৫৫), রাহুল দত্ত (২৫), তন্ময় বণিক (২৮),  সৈকত (২০),  ওয়াসিম (২৮), ইকবাল হোসেন ওরফে রাজেশ (৩০), রবিন আহমেদ (২৮), মাসুদ(৩৫), মোহন মিয়া (৬১), হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮),  আব্দুল আজিজ বেপারী (৫৯), আব্দুর রহিম ওরফে সুজন (৩৪), ইমরান (২৫), লিটন (৩০),  জসিম (৩৫), আল আমিন চৌধুরী (৪০), নোয়াব মিয়া (৬৫), আব্দুল মাজেদ (৩০), সাগর হোসেন (২৯), মোরশেদ (৪৮), আজিজুল ইসলাম (৩০), বিমল রাজবংশী (২২), অনুকূল রাজবংশী (৬৫), আহমেদ আজিজ  (৪৮), জিতু মিয়া (৩১) ও রতন ভট্টাচার্য্য (৫০)।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৫ নভেম্বর , ২০১৯
এমএমআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।