ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই রেস্তোরাঁকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
বরিশালে দুই রেস্তোরাঁকে জরিমানা

বরিশাল: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে বরিশালের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অাতাউর রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।  

রেস্তোরাঁ দুটি হচ্ছে- নগরীর পুলিশ লাইন এলাকার ‘হটপ্লেট’ ও ‘হুপারস ক্যাফে’।

 

জানা যায়, শহরের বিভিন্ন খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ লাইন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  

এ সময় পোড়া ভোজ্য তেল ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অাতাউর রাব্বী বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও র্যাবের একটি দল সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।