ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিপিবির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
গাইবান্ধায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিপিবির পদযাত্রা

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের জন্য রুহিয়ার বিল থেকে টাকিমারী হয়ে ঘাঘট নদী পর্যন্ত খাল খননের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সদরের বারুইপাড়া গ্রাম থেকে পদযাত্রা শুরু হয়ে ঠাকুরেরদীঘি, কুমারপাড়া, বোডঘর হয়ে রথেরবাজারে গিয়ে শেষ হয়। পথে তিনটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, জেলা কমিটির সদস্য আসোয়াদ আলী, মশিউর রহমান মইশাল, বনা রানী, রেহেনা বেগম, স্থানীয় নেতা আমজাদ হোসেন যাদু, আব্দুল হালিম প্রমুখ।

এসব পথসভায় বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের একটা অংশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। রুহিয়ার বিলসহ বিভিন্ন এলাকায় চাষাবাদে সমস্যা হচ্ছে। এ জলাবদ্ধতা নিরসনে রুহিয়ার বিল থেকে টাকিমারী হয়ে ঘাঘট নদী পর্যন্ত খাল খনন করা জরুরি। তারা জরুরি ভিত্তিতে এ খাল খননের দাবি করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।