ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ফরিদপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ফরিদপুর: নিরাপদ ও ত্রুটিমুক্ত নির্মাণকাজের জন্য শ্রমিকদের (রাজমিস্ত্রি) সংশ্লিষ্ট বিষয়াদিতে প্রশিক্ষণ দেওয়া জরুরি। প্রকৌশলীদের এ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, কিন্তু রাজমিস্ত্রিদের অবস্থান ঠিক তার বিপরীতে। নির্মাণ সংক্রান্ত কারিগরি দিক দিয়ে রাজমিস্ত্রিরা প্রশিক্ষিত হলেই নির্মাণকাজ টেকসই হবে।

সোমবার (২৫ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে রাজমিস্ত্রিদের নিয়ে আয়োজিত ‘রাজসভায়’ প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী মো. মালেক মিয়া একথা বলেন। এ রাজসভার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।

কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলার মো. হান্নান মাতুব্বরের সভাপতিত্বে রাজসভায় বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা পৌরসভার প্রকৌশলী মো. রেজাউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ইন চার্জ সুমন চন্দ্র কর।

প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, একমাত্র ভালো মানের সিমেন্টই যে কোনো নির্মাণকাজকে স্থায়িত্ব দিতে পারে। ব্যক্তিপর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সব কাজে ভালো সিমেন্ট নির্বাচনে অবহেলার সুযোগ নেই।  

নির্মাণকাজে সিমেন্টের ব্যবহার ও অন্যান্য সামগ্রীর সঙ্গে সিমেন্ট মিশ্রণে রাজমিস্ত্রিদের জ্ঞানার্জনের প্রতি জোর দেন তিনি।  র‌্যাফেল ড্রতে বিজয়ী একজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।  ছবি: বাংলানিউজসুমন চন্দ্র কর বলেন, ভবন মালিক শুধু টাকার যোগান দেন। কিন্তু ভালো নির্মাণ সামগ্রী নির্বাচনের পরামর্শ নির্মাণ শ্রমিকরাই দিয়ে থাকেন। তাই তাদের নির্মাণ সমাগ্রীর মান সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হয়।  

তিনি বলেন, দুই যুগেরও বেশি সময় কিং ব্র্যান্ড সিমেন্ট তার সুনাম অক্ষন্ন রেখে বাজারে প্রতিযোগিতা করে যাচ্ছে। গুণগত মান ভালো বলেই কিং ব্র্যান্ড সিমেন্ট এখন চাহিদার শীর্ষে রয়েছে। দেশের বড় বড় নির্মাণকাজেও জায়গা করে নিয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট।  

পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় রাজসভার টেকনিক্যাল সেশন। প্রজেক্টরে সিমেন্টের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া, ব্যবহার ও নির্মাণকাজের নানা কৌশল রাজমিস্ত্রিদের উদ্দেশ্যে তুলে ধরেন প্রকৌশলী মামুনুর রশিদ। ভিআরএম প্রযুক্তির এবং লো-অ্যালকালি কিং ব্র্যান্ড সিমেন্ট কীভাবে নির্মাণকাজকে স্থায়িত্ব দেয় সে বিষয়ে উপস্থিত রাজমিস্ত্রিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।  

অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের উপহার দেওয়া হয়। পরে নৈশভোজে অংশ নেন রাজসভায় আমন্ত্রিতরা। কিং ব্র্যান্ড সিমেন্টের এ ‘রাজসভায়’ ভাঙ্গা উপজেলার ৭০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।