ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালিত

নোয়াখালী: ‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ শীর্ষক শ্লোগানে নোয়াখালীতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) নোয়াখালী নারী অধিকার জোট ও স্থানীয় উন্নয়ন সংগঠন এনআরডিএস নোয়াখালী শহীদ মিনারের সামনে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে  সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদ জানানো হয়।

নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ জোট, উন্নয়ন সংগঠন এনআরডিএস, প্রাণ, বন্ধন, মানুষের জন্য ফাউন্ডেশন, এফপিএবি, নিজেরা করি, গান্ধী আশ্রম ট্রাস্ট, নিরাপদ-বাপসা, আমরা পারি, আমরা গড়ি, প্রচেষ্টা, উত্তরণ, উদীচী, বন্ধুসভা, নোয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটিসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ধরনের নির্যাতনকে ছাপিয়ে গেছে ধর্ষণ ও ধর্ষণ পরর্বতী নিষ্ঠুরতার ঘটনাগুলো। নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র- যে যার অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রীয় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক জাগরণের মাধ্যমে নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা ভয়ঙ্করভাবে বেড়েছে। শিশুরাও গণর্ধষণের শিকার হচ্ছে।  

নারী ও শিশুর প্রতি সব প্রকার সহিংসতা বন্ধ করা, দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সব শিশুর সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, নারী নেত্রী রৌশন আক্তার লাকী, অ্যাডভোকেট গোলাম আকবর, এনআরডিএসের অর্থ ও প্রশাসনিক প্রধান অমল কৃষ্ণ অধিকারী, উন্নয়ন সংস্থা প্রাণ’র নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধন’র পরিচালক আমিনুজ্জামান মিলন।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।