ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৬ পদের সবজি ৩০ হাজার পিস ভেজে ভক্তদের জন্য মহাপ্রসাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
৬ পদের সবজি ৩০ হাজার পিস ভেজে ভক্তদের জন্য মহাপ্রসাদ

মাদারীপুর: মরিচ, বেগুন, আলু, করলা, কুমড়া ও পটল- এ ছয় পদের সবজির ৩০ হাজার পিস ভেজে এর সঙ্গে ভাত, ফল দিয়ে তৈরি চাটনি, ডাল ও মিষ্টান্ন খাবার নিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়েছে মাদারীপুরের মস্তফাপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জন্য। এই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে মন্দিরে আসা ৫ হাজার ভক্তের মাঝে।

১৬ দিন যাবত রামকীর্তণের ১৫তম দিনে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ খাবার পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন দূর-দূরান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। বিভিন্ন এলাকার পাঁচ হাজার নারী-পুরুষের জন্য এ মহাপ্রসাদের (খাবার) ব্যবস্থা করেছে মস্তফাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যুব কমিটি।

গত ১১ বছর ধরে তারা এই আয়োজন করে আসছে।

জানা গেছে, প্রতিবছরের মত ১০ নভেম্বর শুরু হওয়া রামকীর্তনে প্রতিদিনই এক বেলা খাবারের ব্যবস্থা থাকলেও ১৫তম দিনে ছিল ভিন্ন আয়োজন। এদিন বেগুন, করলা, কুমড়া, আলু, পটল ও শুকনা মরিচ ৫ হাজার পিস করে মোট ৩০ হাজার পিস ভেজে এর সঙ্গে ভাত, বিভিন্ন ফল দিয়ে তৈরি চাটনি, ডাল, মিষ্টান্ন খাবার দিয়ে বিতরণ করা হয় ভক্তদের মাঝে।

বিশেষ খাবারের এ আয়োজনে শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশালসহ ৫-৭টি জেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।

রান্নার কাজে প্রায় দুই শতাধিক নারী কাজ করেন। পরিবেশনে নিয়োজিত ছিলেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবী।

মস্তফাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যুব কমিটির সভাপতি গৌতম সাহা বাংলানিউজকে বলেন, ১১ বছর যাবত আমাদের যুব কমিটির আয়োজনে ৫ হাজার মানুষকে বিভিন্ন সবজির ৩০ হাজার ভাজা দিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আগামীতে আরও বড় আয়োজন করবো।

মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ বলেন, আমরা প্রতিবছর এই আয়োজন করে আসছি। ১৬ দিনের মধ্যে ১৫তম দিন এক বেলা বিশেষ খাবারের ব্যবস্থা করে থাকি।  

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা বলেন, তাদের আয়োজনে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।  

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।