ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে আ'লীগ সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পাটগ্রামে আ'লীগ সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা 

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে ১০ জনের নামসহ অজ্ঞাতনামা ৪/৫শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পাটগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।  

এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে ৩ পুলিশসহ ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে  শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল আলম সভাপতি পদে প্যানেল দেন। দুই প্যানেলের একটি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রুহুল আমিন বাবুলের অনুসারী অপরটি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের অনুসারী।

বিকেলে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার আগে সভাপতি পদের দুই গ্রুপের স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। মুহূর্তে উভয়পক্ষের নেতাকর্মীদের দেশি অস্ত্রের মহড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পুরো জনপদ। দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকে সাধারণ মানুষ।  

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৩ রাউন্ড টিয়ার শেল ও ৫০ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হন।  এসময় নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয় ৩ পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে স্থানীয়রা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে ৪ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

আহতরা হলেন- রিশাদ (২০), শহিদুল ইসলাম (৩০), রিয়াদ (১৮), রায়হান (৩৫), কমিজ (৪০), রুবেল হোসেন (৩০), রুস্তম আলী (২৫), আব্দুল জলিল (৩৫), রফিকুল ইসলাম (৪৮), উজ্জল (৩৫), জবেদ আলী (৩৫), কাদের (৩২), হাবিবুল ইসলাম (২৫), তারেক (৩০), একরামুল হক (৩০), জহুরুল হক (৪০) ও ভুট্টু মিয়া (৩১) এবং উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলমসহ (৪০) ৩ পুলিশ সদস্য মিলে মোট ২০ জন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় শ্রীরামপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফের সংঘর্ষের আশঙ্কায় শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত করে উপজেলা আওয়ামী লীগ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  

** আ’লীগের সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ 

বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, নভেম্বর ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।