ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
সৈয়দপুর বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে সংবর্ধনা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি  ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সেতু ও সড়কমন্ত্রী রংপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।  

বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।