ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে ১৫ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে ১৫ মাদকবিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জাফরাবাদ এলাকায় পাঁচতলা একটি বাড়ির চারতলায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ১৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, সোমবার (২৫ নভেম্বর) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে বাসা থেকে ১৫ মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১৯ হাজার টাকা ও ৫৭৫ পিস ইয়াবা  জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, ব্যাচেলার পরিচয় দিয়ে দুইজন ওই ফ্ল্যাট ভাড়া নেয়। পরে তারা বাসার ভেতরে তাস খেলার নাম করে সুকৌশলে ইয়াবা বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।