ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‘আমাদের সড়ক নিরাপদ হোক’ এ স্লোগানে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘সিরাক বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাক বরিশালের আহ্বায়ক নাঈম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আওলাদ রাকিব ও লামিয়া ইসলামসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করতে চাই না। নতুন আইন বাস্তবায়ন হলে দেশে সড়ক দুর্ঘটনা হার কমে আসবে। জানমাল নিরাপদ থাকবে। তাই অবিলম্বে নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।