ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ৯ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পাঁচবিবিতে ৯ জুয়াড়ি আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদাহ গ্রাম থেকে নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের রশিদুল ইসলাম, আহাদ, কামরুজ্জামান, গোলাম রাব্বানী, ওয়ারেছ, মাহাবুব আলম ও শফিকুল ইসলামসহ পাঁচবিবি দমদমা এলাকার দু’জন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে মালিদাহ গ্রামের রশিদুলের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ওই নয় জুয়াড়িকে আটক করা হয়। পরে আটকদের নামে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।