ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে দু’মাসে ১৮০টি ভারতীয় গরু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
রৌমারী সীমান্তে দু’মাসে ১৮০টি ভারতীয় গরু জব্দ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় দু’মাসে ১৮০টি (আনুমানিক মূল্য ৪৭ লাখ ৯০ হাজার) ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি সূত্র জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার আওতাধীন সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, গয়টাপাড়া, মোল্লারচর বিওপি বিজিবি সদস্যরা অক্টোবর ও নভেম্বর মাসের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশকালে ভারতীয় ১৮০টি গরু জব্দ করা হয়েছে।

এসব গরুর আনুমানিক মূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা। জব্দ করা গরুগুলো রৌমারী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ বাংলানিউজকে জানান, সীমান্তে মাদক, গবাদিপশু এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠায় সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।