ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়ে সন্তুষ্ট এসি রবিউল ইসলামের স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
রায়ে সন্তুষ্ট এসি রবিউল ইসলামের স্ত্রী

মানিকগঞ্জ: রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলায় নিহত এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা তাৎক্ষণিকভাবে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, স্বামীকে হারানোর পর কি হয়েছিল আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। ওই ঘটনার পর দেশের মানুষ যেভাবে আমাদের পরিবারের সদস্যদের সম্মান করে সেটা অনেক বড় পাওয়া।

ও বেঁচে থাকলে হয়তো দেশের জন্য আরো অনেক কিছু করতে পারতো।

এসময় এসি রবিউলের রুহের মাগফিরাত কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে দ্রুত সময়ের ভেতর রায় কার্যকরেও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।