ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে নরসিংদীর চরমধুয়াতে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বিজয় দিবসে নরসিংদীর চরমধুয়াতে বিনামূল্যে চিকিৎসা সেবা

ঢাকা: আসন্ন মহান বিজয় দিবসে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে ফেইসবুক গ্রুপ ‘হৃদয়ে আমাদের চরমধুয়া ইউনিয়ন’।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করবেন চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার।

ফেইসবুক গ্রুপটির চিফ অ্যাডমিন মো. হেলাল উদ্দিন তালুকদার জানান, পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ওই দিন ক্যাম্পে নাক-কান-গলা, মেডিসিন, মা ও শিশু, চর্ম-যৌনসহ বিভিন্ন বিষয়ে রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

চরমধুয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি ইউনিয়ন। এর গ্রামবাসী, ইউপি সদস্যরা এবং  দেশে ও বিদেশে থাকা পেশাজীবীদের নিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম ফেইসবুকে গ্রুপটি খোলা হয়। এর সদস্যরা নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।