ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
যশোরে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

যশোর: যশোরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি হোসেন (২০) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জনি একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

তিনি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিলেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিহতের মামা জাহিদ বিশ্বাস বাংলানিউজকে বলেন, সম্প্রতি বালু কেনা নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিএম সবুজ হাসান ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সঙ্গে জনির দ্বন্দ্ব হয়। যার জেরে সোমবার রাতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী জনি নিহত হয়েছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। আশা করছি, অবিলম্বে জড়িতদের আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ইউজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।