ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইল মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
নড়াইল মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা সভা

নড়াইল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের মুক্তি পাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারবাহিনীকে সম্মুখযুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বদ্ধভূমি, বঙ্গবন্ধুর ম্যুরাল ও গণকবরে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা।

 

এ উপলক্ষে সকালে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলেঅচনা সভায় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।  

এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীশোর মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।