ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছেলের হাতে মা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
সিলেটে ছেলের হাতে মা খুন

সিলেট: সিলেটে প্রেমলতা বাউরি (৬০) নামে এক বৃদ্ধা ছেলের হাতে খুন হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক দীপু বাউরি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ছেলে নিয়ে বসবাস ছিল চা-শ্রমিক প্রেমলতা বাউরির। পেশায় সিরামিকসের কর্মচারী দীপু বাউরি পারিবারিক কলহের জেরে সোমবার মধ্যরাতে জিআই পাইপ দিয়ে পিটিয়ে তার মাকে খুন করেন।

মহানগরের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, নিহত বৃদ্ধার দুই ছেলে। পারিবারিক কলহের জেরে দীপু বাউরি তার মাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি  আরও বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছে করা হয়েছে। তবে, ঘটনার পর থেকে হত্যায় অভিযুক্ত দীপু বাউরি পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।