ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ

চাঁদপুর: দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত জাটকা স্থানীয় অসহায়, হতদরিদ্র ও এতিমাখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান ও কন্টিনজেন্ট কমান্ডার (সিনিয়র চিফ পেটি অফিসার) সৈয়দ দীন ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ ও কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের বেতুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ৮০০ কেজি (২০ মণ) জাটকা জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, নদীতে সব ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা দমনে চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।