ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের ওপর অভিমান, রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
মায়ের ওপর অভিমান, রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুরজাহান ইসলাম মীম (১৬) নামে এক স্কুলছাত্রী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মীমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

মীমের বাবা এসহাক খান বাংলানিউজকে জানান, তারা কোনাপাড়া আলআমিন রোডের একটি চারতলা বাসায় ভাড়া থাকেন। স্থানীয় মান্নান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল মীম। তাদের বাড়ি মুন্সীগঞ্জে।

তিনি জানান, সন্ধ্যায় মায়ের সঙ্গে সামান্য কারণে মনোমালিন্য হয় মীমের। এরপর সবার অগোচরে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।