ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অস্ত্রসহ শহীদ ডাকাত গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
সিলেটে অস্ত্রসহ শহীদ ডাকাত গ্রেফতার অস্ত্রসহ গ্রেফতার আব্দুস শহীদ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের ওসমানীনগরে কুখ্যাত শহীদ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  

শহীদের দেওয়া তথ্যমতে বাড়ির পাশে পলিথিনে মোড়ানো এক রাউন্ডগুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুস শহীদ ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আব্দুল আজিজের ছেলে।

অভিযানে অংশ নেওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য থেকে তার কাছে রক্ষিত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, শহীদের বিরুদ্ধে ছয়টি ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।