ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী লোকাল বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার ছেলে আসিফ (৪)। নিহত দুইজন ওই বাসেরই যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার পুরিন্দা শিমূলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর বাংলানিজউকে জানান, রাতে দু’টি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে এবং একই সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি (ঢাকা মেট্টো ব-১৪-৮৯৭০) জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।