ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরের শার্শা সীমান্তে ১০ কেজি রুপা জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
যশোরের শার্শা সীমান্তে ১০ কেজি রুপা জব্দ

বেনাপোল( যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোগা সীমান্তের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, জব্দকৃত রুপার সিজার মূল্য ১২ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।