ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবিতে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবিতে মানববন্ধন 

নড়াইল: নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ পরিবারের আয়োজনে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে গণকবরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, তরফদার ফরিদুল ইসলাম, জুলহাস সিকদার, আব্দুর রহিম, তরফদার রেজাউল ইসলাম, সাজ্জাদ হোসেন টিপু প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার তুলারামপুর গ্রামের মুক্তিকামী ৮ জনকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে জীবিত কবর দেয় পাকিস্তানি হানাদারবাহিনী।

স্বাধীনতার ৪৮ বছরেও ওইসব শহীদদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পায়নি। অবিলম্বে ওইসব শহীদদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে শহীদ পরিবারের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।