ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বক্তব্যের দিন শেষ, দূষণরোধে জরিমানার পালা: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
বক্তব্যের দিন শেষ, দূষণরোধে জরিমানার পালা: মেয়র আতিক

ঢাকা: রাজধানীতে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, বক্তব্য আর ভালোবাসার দিন শেষ। এখন দূষণ করলেই জরিমানা গুণতে হবে যে কাউকে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা সড়কে ইট, বালু, পাথর, সিমেন্ট রেখে পরিবেশ দূষণ করবেন, যারা ব্যবসা পরিচালনা করবেন, তাদের বলতে চাই, বক্তব্য দেওয়া, ভালোবাসার দিন শেষ। এখন থেকে যারাই পরিবেশ দূষণ করবেন, জরিমানা গুণতে হবে। অভিযান পরিচালনা করার জন্য আমরা সরকারের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। আগামী ২০ ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে।  যা নিয়মমাফিক চলবে।

মেয়র বলেন, যারা পরিবেশ দূষণ করে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, তাদের বলবো, ব্যবসা বন্ধ করে দিন। তাছাড়া কমপ্লায়েন্স না মেনে উন্নয়ন কাজ করলেও তাদের জরিমানা গুণতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা যদি যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাহলেই শহরটা নিরাপদ হবে।

রাজউক, ওয়াসা, পিডিপিসহ সিটি করপোরেশনের ঠিকাদারদের উদ্দেশে মেয়র আতিক বলেন, আপনারা যারা রাস্তা খোঁড়ার কাজ করছেন, তারা অবশ্যই কমপ্লায়েন্সের মাধ্যমে কাজ করুন। অন্যথায় জরিমানা গুণতে হবে। এনিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তবুও শহর বাঁচাতে এগিয়ে যেতে হবে। প্রয়াত মেয়র আনিসুল হক আমাদের তেমনটাই দেখিয়ে গেছেন। তবে সবচেয়ে বড় কথা আমাদের সচেতন হতে হবে, পরিবেশ দূষণ রোধে সবার সহযোগিতা প্রয়োজন।

ডুরার সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।