ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
নলছিটিতে গৃহবধূর মরদেহ উদ্ধার উদ্ধার হওয়া গৃহবধূ তাপসী রানী চক্রবর্তীর মরদেহ। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাপসী রানী চক্রবর্তী (৩৮) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী ওই এলাকার নিতাই চক্রবর্তীর স্ত্রী।



স্থানীয়রা জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই গলার ফাঁস খুলে নিচে নামান। এ সময় নিতাইয়ে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি খাট ছিল। খাট থেকে আড়ার উচ্চতা বেশি হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে হচ্ছে বলেও জানায় স্থানীয়রা।

নলছিটি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।